আগামী ১১ আগস্ট অস্ত্রোপচার করা হবে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের।
শুক্রবার তথ্যটি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি)মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
তিনি জানান, আগামী ১১ আগস্ট ইংল্যান্ডের ফোর্টিয়াস হাসপাতালে অস্ত্রোপচার করা হবে মুস্তাফিজের। যেটি করবেন ওই হাসপাতালের অর্থোপেডিক সার্জন অ্যান্ড্রু ওয়ালেস। আর সেখানে তার এই অস্ত্রোপচারের বিষয়টি তদারকি করবেন বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
প্রসঙ্গত, কাঁধের পুরনো এই ইনজুরি পুরোপুরি নির্মূল করতে গত ২ আগস্ট ম্যানচেস্টারের বিশেষজ্ঞ শল্য চিকিৎসক লেনার্ড ফ্রাঙ্ককে দেখিয়েছিলেন মুস্তাফিজ। কিন্তু তিনি ২২ আগস্টের আগে অপারেশন করতে পারবেননা জানালে ওয়ালেসের শরনাপন্ন হয় বিসিবি।
বিডি প্রতিদিন/ ০৫ আগষ্ট ২০১৬/ সালাহ উদ্দীন