ইংল্যান্ডকে ২৯৭ রানে অলআউট করার পর দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে ২৫৭ রান তুলে সুবিধাজনক অবস্থানে ছিল পাকিস্তান। এরপরও প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে ৪০০ রান কম নয়। তবে ওই রকম একটা অবস্থানে থাকার পরও রানটা যে ৫০০ হলো না, দিন শেষে অ্যালিস্টার কুক ও অ্যালেক্স হেলসের ব্যাটে ইংলিশদের ঘুরে দাঁড়ানো নিয়ে হতাশ হতে পারেন পাকিস্তানি অধিনায়ক মিসবাহ উল হক। তৃতীয় দিনে শেষ এই দুই ওপেনারের অবিচ্ছিন্ন জুটিতে ১২০ রান তুলেছে স্বাগতিকরা। লিড ১৭ রানের।
এর আগে, শুক্রবার এজবাস্টনে ইংল্যান্ডের ঘুরে দাঁড়ানোর শুরুটা বোলারদের হাত ধরে। তাদের দাপটে মিসবাহ-উল-হক ও সরফরাজ আহমেদ ছাড়া অতিথিদের আর কোনো ব্যাটসম্যান দাঁড়াতেই পারেননি। ৫৬ রান করে ফিরে যান মিসবাহ, ৪৬ রানে অপরাজিত থাকেন সরফরাজ। ৩ উইকেটে ২৫৭ রান নিয়ে খেলা শুরু করে ৪০০ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।
পরে ১০৩ রানে পিছিয়ে থেকে চা-বিরতির পর দ্বিতীয় ইনিংস শুরু করে ইংল্যান্ড। এরপর ৩৫ ওভার পাকিস্তানি বোলাররা বল করলেও ব্রেক থ্রু এনে দিতে পারেনি কোনো বোলার। ফলে তৃতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে স্বাগতিকদের সংগ্রহ বিনা উইকেটে ১২০ রান। অ্যালেক্স হেলস ৫০ ও অ্যালেস্টার কুক ৬৪ রানে ব্যাট করছেন।
চলতি সিরিজে নিজের চতুর্থ পঞ্চাশোর্ধ রানের ইনিংস খেলেছেন ইংল্যান্ডের অধিনায়ক। লর্ডসে ৮১, ৮ রান করার পর ওল্ড ট্র্যাফোর্ডে ১০৫, ৭৬* রান করেন কুক। উদ্বোধনী জুটিতে তার সঙ্গী হেলসকে অবশ্য রানের জন্য সংগ্রাম করতে হয়েছে। সিরিজে এই প্রথম তিনি বিশের কোটা পার হলেন।
বিডি-প্রতিদিন/০৬ আগস্ট, ২০১৬/মাহবুব