চলতি বছরে জুলাইয়ের শেষের দিকে বলিউড অভিনেত্রী গীতা বসরা এবং ভারতের তারকা স্পিনার হরভজন সিংয়ের ঘর আলো করে জন্ম নেয় এক রাজকন্যা। এতে মাতৃত্বে যেমন আলোকিত হলেন গীতা, হরভজন সিংও গর্বিত হলেন বাবা হিসেবে।
তবে, এই বিষয়ে যা কিছু গণমাধ্যমে জানানোর, তার পুরোটাই করেছিলেন হরভজনের মা অবতার কৌর। গীতা বা হরভজন- কেউই বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেননি।
এবার নীরবতা ভাঙলেন গীতা নিজেই। তার টুইটার তিনি পোস্ট করলেন ছোট মেয়েটির একটি ছবি। তবে সেখানে রাজকন্যার মুখ দেখা যাচ্ছে না। সেই ছবির সঙ্গে গীতা লিখেছেন, ”আমাদের ছোট পরীকে ভালোবাসা আর আর্শীর্বাদে ভরিয়ে দেওয়ার জন্য প্রত্যেককে ধন্যবাদ।
বিডি-প্রতিদিন/০৬ আগস্ট, ২০১৬/মাহবুব