লন্ডনের দক্ষিণ কিংস্টোনের বুপা ক্রোমওয়েল হাসপাতালে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের কাঁধের অস্ত্রোপচার হবে বলে জানা গেছে। আগামী বৃহস্পতিবার ফোর্টিয়াস হাসপাতালের অভিজ্ঞ অর্থোপেডিক সার্জন অ্যান্ড্রু ওয়ালেসের অধীনে এই অস্ত্রোপচার হবে।
সাসেক্সের হয়ে ইংল্যান্ডে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন মুস্তাফিজ। চোট পাওয়ার পর ইংল্যান্ডের বিশেষজ্ঞ সার্জন টনি কোচার মুস্তাফিজের কাঁধের প্রথম এমআরআই এবং পরবর্তীতে এমআরএ (ম্যাগনেটিক রিজোন্যান্স এনজিওগ্রাম) দেখে ইনজুরি থেকে পূর্ণ পরিত্রাণের জন্য অস্ত্রোপচারের মতামত দেন।
বিডি-প্রতিদিন/ ০৬ জুলাই, ২০১৬/ আফরোজ