কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়বর্ধনের বিদায়েরর পর ক’দিন আগে যারা হারের বৃত্ত থেকে বের হতে পারছিল না সেই লঙ্কানরাই কিনা প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জিতে ইতিহাস গড়ল। তাও আবার তিন ম্যাচের টেস্ট সিরিজ এক ম্যাচ হাতে রেখেই। ফলে সিরিজের শেষ ও তৃতীয় টেস্টটি নিয়মরক্ষায় পরিণত হয়েছে।
গল টেস্টের তৃতীয় দিনে শ্রীলঙ্কার চেয়ে ৩৮৮ রানে পিছিয়ে দিন শুরু করা অজিরা দ্বিতীয় ইনিংসে তুলতে পেরেছে মাত্র ১৮৩ রান। অর্থাৎ গতকালের ২৫ রানের সঙ্গে তৃতীয় দিনে ৭ উইকেটে ১৫৮ রান যোগ করতে সক্ষম হয় স্মিথ বাহিনী। অজিদের হয়ে ডেভিড ওয়ার্নার সর্বোচ্চ ৪১ ও অধিনায়ক স্টিভেন স্মিথ ৩০ রান করেন।
র্যাকিংয়ের শীর্ষে থাকা অজিদের বিপক্ষে সিরিজ জয়ের পুরোটায় বোলারদের কৃতিত্বে। আর এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন অফস্পিনার দিলরুয়ান পেরেরা ও রঙ্গনা হেরাথ। প্রথম ইনিংসে চার উইকেটের পর দ্বিতীয় ইনিংসে পেরেরা নেন আরও ছয়টি উইকেট। হেরাথ দখল করেন মোট ছয় উইকেট।
লঙ্কান স্পিনারদের তোপে তৃতীয় দিন কোনঠাসা হয়ে পড়ে অজি ব্যাটসম্যানরা। আগের দিনের অপরাজিত ওপেনার ওয়ার্নার ৪১ রান করে পেরেরার বলে আউট হন। মাঝে অধিনায়ক স্টিভেন স্মিথ ও অ্যাডাম ভোজেস কিছুটা লড়াই চালিয়ে যান। তবে এ দুজন ভয়ঙ্কর হওয়ার আগেই তাদের ফিরিয়ে দেন সেই পেরেরা। পরে ১৮৩ রানেই গুটিয়ে যায় সফরকারীরা।
এর আগে, শ্রীলঙ্কার প্রথম ইনিংসে ২৮১ রানের পর অজিরা অলআউট হয় মাত্র ১০৬ রানে। আর লঙ্কানরা দ্বিতীয় ইনিংসে ২৩৭ রান করলে স্মিথদের সামনে ৪১২ রানের বিশাল টার্গেট দাঁড়ায়। আগামী ১৩ আগস্ট কলম্বোতে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/০৬ আগস্ট, ২০১৬/মাহবুব