দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গোলশূন্য ড্র অনেকটা হারের সমান নেইমারের কাছে। ম্যাচের এমন ফল মেনে নিতে পারছেন না নেইমার। তিনি জানান, ‘এখানে আসবো, মাঠে নামবো আর জয় নিয়ে মাঠ ছাড়বো-বিষয়টা এমন নয়। মাঠে নেমেই দেশকে সোনা এনে দেব-এমনও নয়। তবে, আমাদের জন্য ড্র ম্যাচ মানেই পরাজয়।’
বার্সেলোনার তারকা নেইমার আরও জানান, ‘আমরা জয়ের জন্যই খেলেছি। আমরা আমাদের দায়িত্ব জানি। এটাও জানি আমাদের আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে।’
রিও অলিম্পিকের মিশনের শুরুটা ভালো না হলেও কোয়ার্টার ফাইনালের মঞ্চে উঠতে দৃঢ় প্রতিজ্ঞ ফুটবলের পরাশক্তি ব্রাজিল আর দলের অধিনায়ক নেইমার।
নেইমার যোগ করেন, ‘সবকিছু ভেবেই বলছি পরের ম্যাচে (ইরাকের বিপক্ষে) আমরা ঘুরে দাঁড়াবো। যতটা স্থির থেকে পরিকল্পনা কাজে লাগানো যায় সে চেষ্টাই করবো। আমাদের জিততেই হবে, এই মানসিকতায় একটি ভালো ম্যাচের অপেক্ষায় আছি।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গোলশূন্য ড্র করে পয়েন্ট খোয়ানো ব্রাজিল হতাশা ভুলে পরের ম্যাচেই মাঠে নামবে ০৮ আগস্ট। ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় সকাল ৭টায়। অলিম্পিক ফুটবলে অধরা স্বর্ণ জিততে এই ম্যাচে জয় ভিন্ন কিছুই ভাবছে না ব্রাজিল।
বিডি প্রতিদিন/ ০৬ আগষ্ট ২০১৬/ সালাহ উদ্দীন