ব্রাজিলে চলমান রিও অলিম্পিকের পর্দা উঠেছে বাংলাদেশ সময় শনিবার ভোরে। তবে প্রথম দিনেই রিও অলিম্পিকের প্রথম স্বর্ণ পদক জিতেছেন যুক্তরাষ্ট্রের উদীয়মান শ্যুটার গিনি থ্রাসার।
মহিলা এককের ১০ মিটার এয়াররাইফেলে চমক লাগিয়ে স্বর্ণ পদক জেতেন এই মার্কিনী কন্যা। ১৯ বছর বয়সী গিনির এটি আন্তর্জাতিক পর্যায়ে প্রথম সাফল্য। স্বর্ণ জেতার পথে তার স্কোর ছিল ২০৮.০।
যাকে পেছনে ফেলে স্বর্ণ জিতেছেন, সেই ডু লি ২০০৬ সালের বিশ্বচ্যাম্পিয়ন। চীনের এই শ্যুটার জিতেছেন রৌপ্য। আর চীনের ই শিলিং জিতেছেন ব্রোঞ্জ।
বিডি প্রতিদিন/ ০৬ আগষ্ট ২০১৬/ সালাহ উদ্দীন