রেকর্ড গড়ে রিও অলিম্পিকের প্রথম দিনেই একটি স্বর্ণপদক উঠেছে ভিয়েতনামের ঝুলিতে। পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলে স্বর্ণ জিতেছেন দেশটির জুয়ান ভিন হোয়াং। যা অলিম্পিকের ইতিহাসে ভিয়েতনামের প্রথম স্বর্ণপদক।
১০০ মিটার এয়ার পিস্তলে হোয়াং ২০২.৫ স্কোর নিয়ে প্রথম হয়েছেন। অন্যদিকে, একই ইভেন্টে ২০২.২ স্কোর করে আসরের প্রথম দিনেই ব্রাজিলকে রৌপ্য পদক এনে দিয়েছেন ফেলিপ আলমেইদা উ। আর চীনের উয়েই পাং ১৮০.৪ স্কোর করে তৃতীয় স্থান অধিকার করে জিতে নিয়েছেন ব্রোঞ্জ পদকটি।
প্রসঙ্গত, রিও অলিম্পিকের প্রথম স্বর্ণপদকটি জিতেছেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া থ্রাশার মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে।
সূত্র: বিবিসি
বিডি-প্রতিদিন/০৭ আগস্ট, ২০১৬/মাহবুব