অনেক বাধা-বিপত্তি পেরিয়ে এবার রিও অলিম্পিকে অংশ নিচ্ছে রাশিয়া। আর প্রথম দিনেই পুরুষ ৬০ কিলোগ্রাম জুডোতে রাশিয়াকে এবারের আসরের প্রথম স্বর্ণ এনে দিয়েছেন বেসলান মুদ্রানোভ।
ডোপিং বাধা পেরিয়ে অলিম্পিকে অংশ নেওয়া ২৭১ জন অ্যাথলেটদের মধ্যে একজন হলেন মুদ্রানোভ। স্বর্ণ জয়ের পথে ফাইনালে তিনি গ্রেট ব্রিটেনের অ্যাশলে ম্যাককেনজিতে হারিয়েছেন।
সূত্র: বিবিসি
বিডি-প্রতিদিন/০৭ আগস্ট, ২০১৬/মাহবুব