সিলেটে প্রথম মাহা-ইমজা মিডিয়া কাপ ফুটবলে শুভ সূচনা করেছে বাংলাদেশ প্রতিদিন দল। রবিবার গ্রুপ পর্বের প্রথম খেলায় তারা যমুনা টেলিভিশনকে ৫-১ গোলে হারিয়েছে।
খেলার শুরু থেকে বাংলাদেশ প্রতিদিন দল একের পর এক আক্রমন করতে থাকে প্রতিপক্ষ যমুনার রক্ষণভাগে। বাংলাদেশ প্রতিদিনের পক্ষে প্রথম গোলটি করেন আলী আকবর চৌধুরী কোহিনূর। বাংলাদেশ প্রতিদিনের আক্রমনে মাঠে অনেকটা দিশেহারা হয়ে পড়ে যমুনা টেলিভিশন দল।
প্রথমার্ধেই বাংলাদেশ প্রতিদিন এগিয়ে যায় ৩-০ গোলে। দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন ছয়ফুল ইসলাম অপু ও তৃতীয় গোলটি আসে দলীয় অধিনায়ক মান্না চৌধুরীর পা থেকে। বদলি খেলোয়াড় সাকিব মিঠুর গোলে দ্বিতীয়ার্ধের খেলার শুরুতে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৪-০ গোলে। এরপর পেনাল্টি থেকে দলের পক্ষে একমাত্র গোল আদায় করে নেন যমুনা টিভির গোপাল বর্ধন। খেলার শেষ সময়ে বাংলাদেশ প্রতিদিনের পক্ষে ৫ম গোলটিও করেন সাকিব মিঠু। খেলা শেষে ম্যাচ সেরার পুরস্কার পান বাংলাদেশ প্রতিদিনের অধিনায়ক মান্না চৌধুরী।
বিডি-প্রতিদিন/এস আহমেদ