রিও গেমসে ছেলেদের ট্র্যাপ শুটিংয়ের সোনা জিতেছেন ইয়োসিপ গ্লাসনোভিচ। অলিম্পিকের এই ইভেন্টে এটাই ক্রোয়েশিয়ার প্রথম সোনা। চার শটের শুটঅফে ইতালির জিওভান্নি পেল্লিয়েলোকে হারিয়ে সোনা জেতেন গ্লাসনোভিচ।
৩৩ বছর বয়সী এই শুটার সেমি-ফাইনালে ১৫ বারের প্রতিবারই ছোট্ট কমলা রংয়ের টার্গেটে হিট করেছিলেন। কিন্তু ফাইনালে দু’বার লাগাতে পারেননি। পরে অবশ্য শুটঅফে চারবারের মধ্যে চারবারই হিট করেন।
২০০৮ বেইজিং অলিম্পিকেও অংশ নিযে কোনো পদক জিততে পারেননি গ্লাসনোভিচ। এবার সে অপূর্ণতা ঘোচালেন।
৪৬ বছর বয়সী পেল্লিয়েলো এবার দিয়ে সপ্তমবার অলিম্পিকে অংশ নিয়ে তৃতীয় রৌপ্য পদক জিতলেন।
ব্রিটেনের ৩৩ বছর বয়সী এডওয়ার্ড লিং জেতেন ব্রোঞ্জ।
বিডি প্রতিদিন/ ০৯ আগষ্ট ২০১৬/ সালাহ উদ্দীন