রিও অলিম্পিকে স্বাগতিক ব্রাজিলকে প্রথম স্বর্ণ এনে দিলেন রাফায়েল সিলভা। আসরের তৃতীয় দিন জুডোতে ৫৭ কেজি ওজন শ্রেণীতে সেরা হন এই তরুণী। ফাইনালের মিশনে তিনি মঙ্গোলিয়ার সুমিইয়া দোরসুরেনকে হারান।
২০১২ অলিম্পিকের সোনা জয়ী জাপানের কাওরি মাতসুমোতো ও পাঁচবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পর্তুগালের তেলমা মনতেইরো ব্রোঞ্জ জেতেন।
চার বছর আগে লন্ডন অলিম্পিকে নিয়ম ভাঙায় শুরুর দিকের রাউন্ড থেকেই ডিসকোয়ালিফাইড হয়েছিলেন সিলভা। সেবার তাকে বর্ণবাদের শিকারও হতে হয়েছিল। পরে অবসরের সিদ্ধান্ত নিতেও চেয়েছিলেন। কিন্তু কোচের অনুরোধে ও নিজের স্পৃহায় আবার ফিরে বাজিমাত করেন।
বিডি প্রতিদিন/ ০৯ আগষ্ট ২০১৬/ সালাহ উদ্দীন