রিও অলিম্পিকের প্রথম দিনে মেয়েদের ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে বিশ্ব রেকর্ড গড়ে স্বর্ণ জয়ের পর এবার ১০০ মিটার ব্যাকস্ট্রোকেও স্বর্ণ জিতেছেন ‘লৌহমানবী’ নামে খ্যাত কাতিনকা হোসসু।
টুর্নামেন্টের তৃতীয় দিনে বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে স্বর্ণ জয়ে হোসসু পেছনে ফেলেন যুক্তরাষ্ট্রের ক্যাথলিন ব্যাকারকে।
প্রথম ল্যাপে ষষ্ঠ স্থানে ছিলেন হোসসু। কিন্তু দ্বিতীয় ল্যাপে সবাইকে ছাড়িয়ে ৫৮.৪৫ সেকেন্ডে স্বর্ণ জেতেন এই সাঁতারু। তবে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হয়েছে পরের দুই পদকের জন্য। রোপ্য পদক জেতা ব্যাকারের সময় লাগে ৫৮.৭৫ সেকেন্ড। তবে মাত্র দশমিক ০১ সেকেন্ড বেশি সময় নিয়ে যুগ্মভাবে ব্রোঞ্জ জেতেন চীনের ফু ইউয়ানহুই ও কানাডার কাইল মেস।
এর আগে, রিও অলিম্পিকের প্রথম দিনে মেয়েদের ৪০০ মিটার ব্যক্তিগত মিডলে বিশ্ব রেকর্ড গড়ে স্বর্ণ জয়ের পর লৌহ মানবী কাতিনকা হোসসু বলেন, ''আমি শুধু রেকর্ড গড়তে চাইনি। আমি এটা দুমড়ে-মুচড়ে দিতে চেয়েছিলাম।''
প্রসঙ্গত, বর্ষব্যাপী অক্লান্ত দৌঁড় কর্মসূচির জন্য তাকে "আয়রন লেডি" হিসেবে পরিচয় পান।
বিডি-প্রতিদিন/০৯ আগস্ট, ২০১৬/মাহবুব