১০০ মিটার ব্যাকস্ট্রোকে যুক্তরাষ্ট্রের আধিপত্য রিও অলিম্পিকেও ধরে রাখলেন রায়ান মারফি।সেই ১৯৯৬ সালের আটলান্টা অলিম্পিক থেকে শুরু করে টানা ষষ্ঠবারের মতো এই ইভেন্টে স্বর্ণ পদক ধরে রাখলো মার্কিনীরা।
অলিম্পিকে রেকর্ড গড়তে প্রথমবারের মতো অলিম্পিকে আসা ২১ বছর বয়সী মারফি সময় নেন ৫১ দশমিক ৯৭ সেকেন্ড। এই ইভেন্টে এটি ইতিহাসের দ্বিতীয় দ্রুততম টাইমিং।
এর আগে, ২০০৯ সালে মারিফির স্বদেশি অ্যারন পিয়ারসল ৫১ দশমিক ৯৪ সেকেন্ডে ১০০ মিটারে ব্যাকস্ট্রোকে বিশ্বরেকর্ড গড়েন। যদিও রেকর্ডটি বিতর্কিত বডিসুট পরে সাঁতরানো বৈধ থাকার সময়ে গড়া।
চীনের শু জিয়াইয়ু ৫২.৩১ সেকেন্ড সময় নিয়ে রোপ্য আর যুক্তরাষ্ট্রের ডেভিড প্লামার ৫২.৪০ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন।
বিডি-প্রতিদিন/০৯ আগস্ট, ২০১৬/মাহবুব