২০০ মিটার বাটারফ্লাইয়ের (প্রজাপতি স্বর্ণ) স্বর্ণের পদকটা গলায় ঝুলিয়েই আবার সুইমিংপুলে ফিরতে হলো মাইকেল ফেলপসকে। এবার সতীর্থদের সঙ্গে জিতলেন ২০০ মিটার ফ্রিস্টাইল রিলের স্বর্ণ। বুধবার (বাংলাদেশ সময়) ভোরে চলমান রিও অলিম্পিক গেমসে তিনি এই পদক জয় করেন।
অলিম্পিকে সাঁতারের ইভেন্ট মানেই যেন সেখানে মাইকেল ফেলপসের আধিপত্য। একে একে পাঁচটি অলিম্পিক খেলে ফেলা এই মার্কিন সাঁতারু পুলে যেন নিজের একছত্র আধিপত্য বিস্তার করেছেন। এরই ধারাবাহিকতায় বুধবার পুরুষদের ২০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে ও ফ্রিস্টাইল রিলেতে স্বর্ণ জিতে নিয়েছেন তিনি।
এবারের রিও অলিম্পিকে এ নিয়ে তৃতীয় স্বর্ণ পদক জয়। আর সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের এই সাঁতারুর ঝুলিতে জমা পড়লো ২১টি স্বর্ণপদক!
তবে বাটারফ্লাই স্বর্ণের পদকের একটা আলাদা মহত্ত্ব আছে ফেলপসের কাছে। কারণ সাঁতারের সম্রাট বনে গেলেও চার বছর আগে লন্ডন অলিম্পিকে ফেলপসকে চমকে দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার চ্যাড লে ক্লজ। ফেলপসের কাছ থেকে ২০০ মিটার বাটারফ্লাই বা এই ‘প্রজাপতি সাঁতারের’ স্বর্ণ পদক ছিনিয়ে নিয়েছিলেন তিনি। চার বছর পর রিও অলিম্পিকে সেই ‘প্রজাপতি স্বর্ণ’ উদ্ধার করে নিজ দখলে নিলেন মাইকেল ফেলপস।
অথচ এবারের আসরে এই ইভেন্টে ফেলপসের ধারে কাছেও ছিলেন না চ্যাড। তিনি হয়েছেন চতুর্থ। তবে জাপানের তরুণ মাসাতো সাকাইয়ের চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন তিনি। যদিও ফেলপস ঝড়ের কাছে শেষ অব্দি পাত্তা পাননি সে।
বিডি-প্রতিদিন/১০ আগস্ট, ২০১৬/মাহবুব