আগের তিন অলিম্পিকে খালি হাতে ফেরা কাতিনকা হোসসু এবার পেয়ে গেলেন নিজের তৃতীয় স্বর্ণটিও। রিও অলিম্পিকে চতুর্থ দিনে ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে স্বর্ণ জেতেন হাঙ্গেরির ‘লৌহ মানবী’ খ্যাত এই সাঁতারু।
গেমসের চতুর্থ দিনে বাংলাদেশ সময় বুধবার সকালে ২ মিনিট ৬.৫৮ সময় নিয়ে অলিম্পিক রেকর্ডও গড়েন। রৌপ্য পদক জেতা যুক্তরাজ্যের সিভন-ম্যারি ওকনর সময় নেন ২ মিনিট ৬.৮৮ সেকেন্ড) রুপা ও যুক্তরাষ্ট্রের মায়া ডির্যাবো ২ মিনিট ৮.৭৯ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পদক জিতেন।
এই ইভেন্টের প্রস্তুতিতে কোনো খুঁত না রাখতে ২০০ মিটার বাটারফ্লাই থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ২৭ বছর বয়সী হোসসু।
ব্যক্তিগত আরেকটি ইভেন্ট ২০০ মিটার ব্যাকস্ট্রোকে সাঁতরাবেন হোসসু। সেখানে স্বর্ণ পেলে এক ইভেন্টে চারটি ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণজয়ী একমাত্র নারী সাঁতারু পূর্ব জার্মানির ক্রিস্টিন অটোকে স্পর্শ করবেন তিনি।
এর আগে, রিও অলিম্পিকের প্রথম দিনে মেয়েদের ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে বিশ্ব রেকর্ড গড়ে স্বর্ণ জেতেন হাঙ্গেরীর লৌহ মানবী। এরপর গেমসের তৃতীয় দিনে ১০০ মিটার ব্যাকস্ট্রোকে স্বর্ন জেতেন হোসসু।
প্রসঙ্গত, বর্ষব্যাপী অক্লান্ত দৌঁড় কর্মসূচির জন্য তাকে "আয়রন লেডি" হিসেবে পরিচয় পান।
বিডি-প্রতিদিন/১০ আগস্ট, ২০১৬/মাহবুব