সুইমিংপুলের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ১০০ মিটার ফ্রিস্টাইলে স্বর্ণ জিতেছেন অস্ট্রেলিয়ার কাইল চ্যালমার্স।
রিও গেমসের পঞ্চম দিনে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে শেষ ল্যাপে গতির ঝড় তুলে সবাইকে ছাড়িয়ে সেরা হতে চ্যালমার্স সময় নেন ৪৭.৫৮ সেকেন্ড। বেলজিয়ামের পিটার টিমার্স রুপা জেতেন ৪৭.৮০ সেকেন্ডে। গতবারের সোনাজয়ী যুক্তরাষ্ট্রের ন্যাথান অ্যাড্রিয়ান হন তৃতীয়।
প্রথম ল্যাপ শেষে সপ্তম স্থানে থাকা চ্যালমার্স শেষ ৫০ মিটারে বাজিমাত করেন। ১৯৬৮ সালে মেক্সিকো সিটি অলিম্পিকে মাইক ভেনডেনের পর এই ইভেন্টে প্রথম অস্ট্র্রেলিয়ান হিসেবে সেরা হন ১৮ বছর বয়সী এই সাঁতারু।
সিডনি গেমসে ১৭ বছর বয়সে সোনা জিতেছিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি সাঁতারু ইয়ান থর্প। এরপর অস্ট্রেলিয়ার সবচেয়ে কমবয়সী সাঁতারু হিসেবে অলিম্পিক খেতাব জিতলেন চ্যালমার্স। অস্ট্রেলিয়াকে তাকে ৫টি সোনা জেতা থর্পের সঙ্গেই তুলনা করা হয়। ফাইনালের আগে থর্পের কাছ থেকে পরামর্শ পেয়েছেন বলেও জানান চ্যালমার্স।
বিডি-প্রতিদিন/এস আহমেদ