প্রথম শ্যুটার হিসেবে টানা তিনটি অলিম্পিক আসরের একই ইভেন্টে স্বর্ণ জয়ের ইতিহাস গড়েছেন জিন জং-ওহ। চলমান রিও অলিম্পিকে ৫০ মিটার পিস্তলে স্বর্ণ জিতেছেন ৩৬ বছর বয়সী এ দক্ষিণ কোরিয়ান শ্যুটার।
এর আগে ২০০৮ সালে বেইজিং ও ২০১২ লন্ডন অলিম্পিকেও পিস্তল শ্যুটিংয়ে স্বর্ণ জেতেন জিন। ২০০৪ সালে গ্রিসে অনষ্ঠিত এথেন্স গেমসে রুপা জিতেছিলেন।
ভিয়েতনামের সুয়ান ভিন হোয়াংকে পেছনে ফেলে সেরার আসনে বসেন জিন। সব মিলিয়ে তার অলিম্পিক পদক সংখ্যা এখন ৬টি।
জিন-হোয়াংয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা শেষে ব্রোঞ্জ জিতেই সন্তুষ্ট থাকতে হয় উত্তর কোরিয়ার কিম সং-গুককে।
উল্লেখ্য, রুপা জেতা হোয়াং ১০ মিটার এয়ার পিস্তলে ভিয়েতনামকে প্রথম অলিম্পিক স্বর্ণ এনে দিয়েছিলেন।
বিডি প্রতিদিন/ ১১ আগষ্ট ২০১৬/ সালাহ উদ্দীন