চলতি বছরের জুনে কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হেরে যায় আর্জেন্টিনা। জয়ের খুব কাঁছে গিয়েও হারের বেদনায় সেদিন স্বভাবতই মুষড়ে পড়ে দলটি। কিন্তু তার চেয়ে কঠিন কষ্ট পেয়ে বসে আর্জেন্টিনাকে। কারণ দলের সবচেয়ে ভালো খেলোয়াড় লিওনেল মেসি যে এরইমধ্যে অবসরের ঘোষণা দিয়ে দিয়েছেন।
তখন অবসর নিয়ে বিস্তারিত কিছু জানাননি এ ফুটবল জাদুকর। নানা গুঞ্জন আর শঙ্কার পর সম্প্রতি তিনি দলে ফিরেছেন এবং প্রথম ম্যাচেই জিতিয়েছেন দলকে। তবে মেসির ফেরাটাকেও অনেকে ভালোভাবে নেননি। অনেকে আবার অভিযোগ করেছেন মেসির অবসরের পুরো ঘটনাই ছিল একটা নাটক।
সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, আমি কাউকে প্রতারিত করিনি। আমি ভীষণ হতাশ হয়ে গিয়েছিলাম। কারণ ওই হারটা ছিল ভীষণ কষ্টের। আমি তাই করেছিলাম যা আমার কাছে ঠিক মনে হয়েছে। কিন্তু পরে দলের জন্য এবং ভক্তদের জন্য আমি সিদ্ধান্ত পরিবর্তন করেছি। সূত্র : ইন্ডিয়া টুডে
বিডি প্রতিদিন/ ০৩ সেপ্টেম্বর ২০১৬/ ফারজানা