ইংল্যান্ডের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৭৭ রান। ইংল্যান্ডকে জিততে হলে করতে হবে ২৭৮। ৫৪ বলে ওয়ানডে ক্যারিয়ারে ২৩ তম হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন মুশফিকুর রহিম। অপরাজিত থেকে মুশফিক করেন ৬২ বলে ৬৭ রান আর মোসাদ্দেক ৩৯ বলে ৩৮ রান।
দ্বিতীয় সর্বোচ্চ ৪৯ রান করে বিদায় নিয়েছেন সাব্বির রহমান। এছাড়া ৪৬ রানে ইমরুল কায়েস ও ৪৫ রানে আউট হয়েছেন ওপেনার তামিম ইকবাল।
ইংল্যান্ডের পক্ষে ১০ ওভারে ৪৩ রানের বিনিময়ে আদিল রশিদ একাই তুলে নিয়েছেন ৪টি উইকেট।
বুধবার চট্রগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর আড়াইটায় শুরু হয় দু’দলের মধ্যকার মধ্যকার সিরিজের শেষ ম্যাচটি। এতেটসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংলিশ অধিনায়ক জস বাটলার।
বিডি প্রতিদিন/ ১২ অক্টোবর ২০১৬/ সালাহ উদ্দীন