সিরিজ জেতাটা ইংল্যান্ডের তরুণ দলের জন্য একটা বড় অর্জন বলে মনে করছেন দলটির অধিনায়ক বাটলার। তিনি জানান, আমার দলের অধিকাংশ খেলোয়ারই তরুণ। তাদের নিয়ে সিরিজ জেতাটা সত্যিই অসাধারণ। বাংলাদেশে আমাদের একটা দুর্দান্ত ট্যুর কেটেছে। ম্যাচশেষে এক সংবাদ সম্মেলনে একথা বলেন বাটলার।
সিরিজে প্রথমবারের মতো সুযোগ পেয়ে দুর্দান্ত হাফসেঞ্চুরি করা ওপেনার ব্যাটসম্যান সেম বিলিংসেরও প্রশংসা করেছেন বাটলার। তিনি বলেন, সুযোগটা দুর্দান্তভাবে কাজে লাগিয়েছে বিলিংস। ওপেনিংয়ে নেমে তার এমন ইনিংস আমাদের লক্ষ্যকে অনেকটা সহজ করে দিয়েছে।
বিডি-প্রতিদিন/এ মজুমদার