১৮ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন। এ উপলক্ষে ব্যাপক কর্মসূচি নিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র।
আগামী ১৮ অক্টোবর শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে উদ্বোধন হবে শেখ রাসেল স্কুল টেবিল টেনিস প্রতিযোগিতা।
বৃহস্পতিবার শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহানের সভাপতিত্বে এক সভায় এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। ২১ অক্টোবর পর্যন্ত প্রতিযোগিতা চলবে।
তিন শতাধিক স্কুল ছাত্র-ছাত্রী এ টুর্নামেন্টে অংশ নেবে। বালক দলগত, বালিকা দলগত, বালক একক সাবজুনিয়র, বালিকা একক সাবজুনিয়র, বালক একক জুনিয়র, বালিকা একক জুনিয়র ইভেন্ট অন্তভুক্ত করা হয়েছে টুর্নামেন্টে। সভায় শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালকগণ উপস্থিত ছিলেন।