প্রথম বাংলাদেশি এবং বিশ্বের ৭৮তম খেলোয়াড় হিসেবে ওয়ানডে ক্রিকেটে ৫ হাজার রান পূর্ণ করায় তামিম ইকবালকে অভিনন্দন জানিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
বুধবার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন বাংলাদেশের তামিম ইকবাল।
বুধবার ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে খেলতে নামা আগে তামিমের ওয়ানডে পরিসংখ্যান ছিলো ১৫৮ ম্যাচের ১৫৭ ইনিংসে ৪৯৬২ রান। তাই ৫ হাজার রানের ক্লাবে প্রবেশের জন্য তামিমের প্রয়োজন ছিলো ৩৮ রান।
বাংলাদেশ ইনিংসের ২২তম ওভারের পঞ্চম বলে বাউন্ডারি হাকিয়ে ওয়ানডে ক্রিকেটে ৫ হাজার পূর্ণ করেন তামিম। এই মাইলফলক স্পর্শ করার কিছুক্ষণ পরই তামিমকে অভিনন্দন জানায় আইসিসি।
ফেসবুকে আইসিসির নিজস্ব পেইজে তামিমের ছবি দিয়ে শুভেচ্ছা জানানো হয়। আর ক্যাপশন হিসেবে লখো হয়, ‘বাংলাদেশের হয়ে ওয়ানডেতে তামিম ইকবালের ৫ হাজার রান। ওয়েল ডান।’
বিডি-প্রতিদিন/ ১৩ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন