ভারত-ইংল্যান্ডেড় মধ্যকার ৫ ম্যাচ সিরিজের দুটি শেষে ভারত এগিয়ে ১-০ ব্যবধানে। শনিবার থেকে শুরু হবে মোহালি টেস্ট। কিন্তু এই টেস্টের শিরোনামে উঠে এলেন পার্থিব প্যাটেল। সর্বশেষ টেস্ট খেলার ৮ বছর পর আবার ভারতের টেস্ট দলে সুযোগ পেয়েছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। ২০০৮ সালের আগস্টে একটি টেস্ট খেলার সুযোগ পেয়েছিলেন শ্রীলঙ্কায়। এখনও পর্যন্ত সেটাই তার শেষ টেস্ট।
মূলত পার্থিব প্যাটেলের এই সুযোগটা এসেছে মূল উইকেটকিপার ঋদ্ধিমান সাহার চোটে। ইংল্যান্ডের বিপক্ষে বিশাখাপত্মম টেস্টে বাম ঊরুতে টান লাগে ঋদ্ধিমানের। চোট গুরুতর নয়; তবে সতর্কতা হিসেবে তাকে বিশ্রাম দেওয়া হচ্ছে। মোহালি টেস্টে খেলবেন পার্থিব।
২০০২ সালে ইংল্যান্ডের বিপক্ষেই টেস্ট অভিষেক হয়েছিল পার্থিবের। ট্রেন্ট ব্রিজে যখন টেস্ট ক্যাপ পেলেন, ১৭ বছর ১৫২ দিন বয়সী উইকেটকিপার ছিলেন টেস্ট ইতিহাসের সর্বকনিষ্ঠ উইকেটেকিপার। রেকর্ডটি টিকে আছে এখনও।
সম্ভাবনা থাকলেও পার্থিবের ক্যারিয়ার খুব বেশি বড় হতে পারেনি। ২০০৪ সাল পর্যন্ত নিয়মিতই খেলেছেন। কিন্তু মহেন্দ্র সিং ধোনি আসার পর আর ফেরার সুযোগই ছিল না। ১৯ টেস্টেই থমকে ছিল ক্যারিয়ার।
পার্থিব ছাড়াও বিকল্প ছিল অভিজ্ঞ দিনেশ কার্তিক ও ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফরমার নামান ওঝা। গত বছর ঋদ্ধিমানের অনুপস্থিতিতে একটি টেস্ট খেলার সুযোগও হয়েছিল ওঝার। তবে এবার চোটের কারণে রঞ্জি ট্রফির শুরুর ম্যাচগুলো খেলতে পারেননি। আর কার্তিকের চেয়ে পার্থিবের কিপিং বেশি ভালো মনে হয়েছে নির্বাচকদের।
বিডি-প্রতিদিন/২৫ নভেম্বর, ২০১৬/তাফসীর-১৩