বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় পর্বে আজ শুক্রবার প্রথম ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিয়েছে রংপুর রাইডার্স।
নিজের নামে স্টেডিয়াম উদ্বোধনের জন্য দেশে ফিরে যাওয়ায় এ ম্যাচে পাকিস্তান তারকাকে পাচ্ছে না পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রংপুর।
নিজেদের সবশেষ ম্যাচে রংপুর ও রাজশাহী দু’দলই দুর্দান্ত জয়ে চট্টগাম পর্ব শেষ করেছে। গত ২১ নভেম্বর সাকিবের ঢাকা ডায়নামাইটসকে তিন উইকেটে রাজশাহী ও পরদিন মাহমুদউল্লাহর খুলনা টাইটান্সকে সাত উইকেটে হারায় নাঈম-সৌম্যর রংপুর।
সাত দলের পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা রংপুরের সংগ্রহ ছয় ম্যাচে পাঁচ জয় ও এক হারে ১০। ছয় ম্যাচে চার পয়েন্ট নিয়ে ছয়ে অবস্থান করছে স্যামি-সাব্বিরের রাজশাহী।
বিডি প্রতিদিন/ ২৫ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-১৯