কিউইদের বিপক্ষে উইকেট যেন অধরাই থেকে যাচ্ছিল। কিন্তু ত্রাতা হিসেবে শেষ পর্যন্ত হাজির হলেন সেই নাসির। দীর্ঘ সাত মাস পর একাদশে ফিরে প্রথম উইকেট পেলেন। ফেরালেন বিধ্বংসী হয়ে ওঠা নিল ব্রুমকে। ভাঙলেন ১৩৩ রানের জুটি।
এর আগে রীতিমত ক্যাচ মিসের মহড়া করেছে টাইগাররা। আর একের পর এক লাইফ পেয়ে কিউইরা পেল বড় রান সংগ্রহের সুযোগ। হাফ চান্স গুলোকে কাজে লাগাতে পারলেন না সৌম্য সাব্বির। এর আগে সহজ ক্যাচ ফেলেছেন নাসির-মোসাদ্দেকও।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৯ ওভারে ২ উইকেট হারিয়ে ১৫৯ রান করেছে নিউজিল্যান্ড।
বিডি প্রতিদিন/ ২৪মে ২০১৭/ ই জাহান