কিউইদের বিপক্ষে উইকেট যেন অধরাই থেকে যাচ্ছিল। কিন্তু ত্রাতা হিসেবে শেষ পর্যন্ত হাজির হলেন সেই নাসির। দীর্ঘ সাত মাস পর একাদশে ফিরে পর পর ২ উইকেট পেলেন নাসির হোসেন। ফেরালেন বিধ্বংসী হয়ে ওঠা নিল ব্রুম ও টম ল্যাথামকে। ভাঙলেন ১৩৩ রানের জুটি। সরাসরি বোল্ড করলেন ল্যাথামকে। ৮৪ রানে আউট হয়ে সাজঘরে ফিরেছেন ল্যাথাম।
এর আগে রীতিমত ক্যাচ মিসের মহড়া করেছে টাইগাররা। আর একের পর এক লাইফ পেয়ে কিউইরা পেল বড় রান সংগ্রহের সুযোগ। হাফ চান্স গুলোকে কাজে লাগাতে পারলেন না সৌম্য সাব্বির। এর আগে সহজ ক্যাচ ফেলেছেন নাসির-মোসাদ্দেকও। তবে পরপর দুই উইকেট নিয়ে পুষিয়ে দিলেন নাসির।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩০ ওভার ৪ বলে ৩ উইকেট হারিয়ে ১৬৭ রান করেছে নিউজিল্যান্ড। উইকেটে আছেন কোরি অ্যান্ডারসন ও রস টেইলর।
বিডি প্রতিদিন/ ২৪মে ২০১৭/ ই জাহান