তামিম ইকবালের পর ডাবলিনে ত্রিদেশীয় সিরিজের নিউজিল্যান্ডের বিপক্ষে অর্ধশতকের দেখা পেলেন বাংলাদেশের হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমান।
নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র ৬৪ বল খেলে ৭ টি চারের মারে এ অর্ধশতক তুলে নেন সাব্বির। আর তাকে বেশ ভালই সঙ্গ দিয়ে যাচ্ছেন আরেক নির্ভরযোগ্য ব্যাটসম্যান তামিম। এর আগে উদ্বোধনী ব্যাটসম্যান সৌম্য সরকার শূন্য রানে সাজঘরে ফিরলে চাপে পড়ে বাংলাদেশ।
অন্যদিকে দিনের শুরুতে ৮ উইকেট হারিয়ে নির্ধারিত ৫০ ওভারে ২৭০ রান করে নিউজিল্যান্ড। বাংলাদেশের হয়ে নাসির, সাকিব ও মাশরাফি ২টি এবং মুস্তাফিজ-রুবেল ১টি করে উইকেট নেন। জয় পেতে বাংলাদেশের প্রয়োজন ২৭১ রান।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২২ ওভারে ১ উইকেটে ১২৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
বিডি প্রতিদিন/ ১৭ মে ২০১৭/ই জাহান