ডাবলিনে ত্রিদেশীয় সিরিজে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়লাভ করায় বুধবার রাতে বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক অভিনন্দনবার্তায় শেখ হাসিনা নিউজিল্যান্ডকে পরাজিত করার জন্য জাতীয় দলের সব খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্মকর্তাদের অভিনন্দন জানান।
এসময় তিনি বলেন, আমাদের খেলোয়াড়দের দলবদ্ধভাবে খেলার মনোভাব এবং তাদের অসাধারণ নৈপুণ্য দেখে পুরো জাতি গর্বিত। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও বাংলাদেশ ক্রিকেটদল তাদের জয়ের ধারা অব্যাহত রাখবে।
উল্লেখ্য, ডাবলিনে ক্লোনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে পাঁচ উইকেটে হারায় মাশরাফিবাহিনী।
সূত্র : বাসস
বিডি-প্রতিদিন/২৫ মে, ২০১৭/ওয়াসিফ