চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাঠে নামার আগেই চোটের কবলে অস্ট্রেলিয়া। শুক্রবার প্রথম প্রস্তুতি ম্যাচের আগে অনুশীলনের সময় গুরুতর চোট পেলেন দলের তারকা ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল।
শুক্রবার কেনিংটন ওভালে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে নামছে অস্ট্রেলিয়া। লন্ডন প্র্যাকটিসে নেটে ব্যাটিং করার সময়ই আচমকা বাউন্ডার হেলমেটে লাগে ম্যাক্সওয়েলর। যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পরেন। সঙ্গে সঙ্গে অন্য নেট থেকে ব্যাটসম্যানরা ছুটে আসে। তড়িঘরি বরফ ঘষে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হয়। এরপর টিমের ডাক্তারের সঙ্গে তিনি ড্রেসিংরুমে ফিরে যান তিনি।
অজি অধিনায়ক স্মিথ জানান,‘চোট কতটা গুরুতর, এখনও জানা যায়নি। আশা করছি বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। শুক্রবার প্রস্তুতি ম্যাচে গ্লেন খেলতে পারবে।’
ম্যক্সওয়েলের পাশাপাশি প্যাট কামিন্সের বলে চোট পান অস্ট্রেলিয়ার উইকেটকিপার ব্যাটসম্যান ম্যাথু ওয়েড। পরে অবশ্য নেটে ফিরে ব্যাট হাতে দুরন্ত মেজাজে প্র্যাকটিস সেরেছেন তিনি।
বিডি-প্রতিদিন/ ২৬ মে, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৪