ফিফা কনফেডারেশন্স কাপকে সামনে রেখে বৃহস্পতিবার দল ঘোষণা করেছে পর্তুগাল। পেপে, ক্রিশ্চিয়ানো রোনালদো এবং ব্রুনো আলভেসের মতো অভিজ্ঞদের নিয়েই ২৪ সদস্যের দল ঘোষণা করেছেন পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস।
আগামী ১৭ জুন থেকে রাশিয়ায় শুরু হবে কনফেডারেশন্স কাপ। আর ফার্নান্দো সান্তোসের এই দলে ক্রিশ্চিয়ানো রোনালদো ও পেপের সঙ্গে জায়গা করে নিয়েছেন ভ্যালেন্সিয়ার ন্যানিও। এছাড়াও সান্তোসের দলের বড় নামগুলোর মধ্যে আরও আছে- বার্সেলোনার মিডফিল্ডার আন্দ্রে গোমেজ, ইন্টার মিলানের জোয়াও মারিও এবং মোনাকোর বার্নার্ডো সিলিভা।
তবে দলে জায়গা হয়নি ২০১৬ সালে পর্তুগালের অন্যতম সেরা তারকা রেনাতো সানচেজের। ফ্রান্সের বিপক্ষে ফাইনালে গোল করা এডারকেও রাখা হয়নি এই দলে। আর ব্যক্তিগত কারণে বাদ পড়েছেন লিওর গোররক্ষক অ্যান্থনি লোপেজও।
২০১৮ বিশ্বকাপের এই প্রস্তুতি-মঞ্চে এবার হট ফেবারিট পর্তুগাল। ‘এ’ গ্রুপে তাদের সাথে রয়েছে মেক্সিকো, নিউজিল্যান্ড এবং স্বাগতিক রাশিয়া।
সূত্র : গোল.কম
বিডি-প্রতিদিন/২৬ মে, ২০১৭/ওয়াসিফ