নতুন শুরু হতে যাওয়া আফগানিস্তান টি-২০ টুর্নামেন্ট স্পাগিজা ক্রিকেট লিগে বিপুল পরিমাণ অর্থে দল পেয়েছেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল, তার সঙ্গী ইমরুল কায়েস ও সাব্বির রহমান।
এর আগে তামিম ফ্রেন্ডস লাইফ টি২০, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ও পাকিস্তান সুপার লিগে দল পেলেও, সাব্বির ও কায়েসের জন্য এবারই প্রথম ডাক আসল বাইরের দেশের কোন ক্রিকেট লিগ থেকে।
বাংলাদেশি ২৫ লাখ টাকা তামিমকে কিনে নিয়েছে মুসলিমায়ার স্পিনিগার টাইগারস। অন্যদিকে কায়েস ও সাব্বির উভয়ই বিক্রি হয়েছেন ৮ লাখ ২৫ হাজার টাকা। কায়েসের জায়গা হয়েছে আরিফ আজিম বুস্ট ডিফেন্ডারসে, আর সাব্বির জিপি কাবুল ঈগলসে।
বৃহস্পতিবার এ টুর্নামেন্টের নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে আফগানিস্তান ও বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ের খেলোয়াড়রাও ছিলেন। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টে মোট ছয়টি দল অংশ নেবে।
বিডি প্রতিদিন/২৬ মে ২০১৭/আরাফাত