চলতি বছরটা মোটেও ভালো যায়নি বিরাট কোহলির। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে ব্যর্থতার পর আইপিএলেও কোহলির ব্যাট কথা বলেনি। সমালোচকরা যাই বলুন ‘মিস্টার ক্রিকেট’ মাইক হাসি মনে করছেন চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় মঞ্চেই, বিরাট ব্যাট হাতে দাপট দেখাবে।
সাবেক এই অজি তারকা ব্যাটসম্যান জানালেন,‘বিরাটের মতো ক্লাস ব্যাটসম্যানদের দীর্ঘদিন থামিয়ে রাখা যায়না। তাই আত্মবিশ্বাসের সঙ্গে জানাচ্ছি ইংল্যান্ডের মাটিতে নিজেকে প্রমাণ করার জন্য ও মরিয়া হয়ে আছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতেই বিরাট নিজের ক্লাসের পরীক্ষা দেবে।’
শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকেই ছিটকে যায় অস্ট্রেলিয়া। আইপিএলে পুণেকে ফাইনালে তোলার নজির গড়েছেন স্মিথ। স্বদেশীয় স্টিভ স্মিথের হাত ধরে কি আইসিসি’র মঞ্চে অজিদের ট্রফির খরা কাটবে কিনা এমন প্রশ্নের জবাবে দু’বার বিশ্বকাপ জয়ী হাসি অজি ক্যাপ্টেনের উপর আস্থা রেখে জানালেন, ‘অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে থামানো সহজ হবেনা৷’
বিডি-প্রতিদিন/ ২৬ মে, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১২