কয়েকবছর আগের ঘটনা। এক সমর্থক তৎকালীন ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির ব্যাটিং ফর্ম নিয়ে উদ্বেগ প্রকাশ করে খোদ ধোনিকেই জ্ঞান দেন।
হঠাৎ সেই ভক্ত ধোনিকে উপদেশ দিতে গেলেন কেন এমন প্রশ্নের জবাবে টুইটারে ধোনি নিজের অ্যাকাউন্টে একটি ছবি আপলোড করে লিখেছিলেন, ‘পার্থক্যটা নিজেরাই এবার খুঁজে বের করুন।’
ব্যাট হাতে দীর্ঘদিন অফ ফর্মে ধোনি। ব্যাটে রান না পেলেও সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে মাহির ছবি আপলোড করা পছন্দ হয়নি সেই ভক্তের।
শ্রীধর রেড্ডি ভি নামে সেই ধোনি-ভক্ত পালটা প্রতিক্রিয়া জানিয়ে রিটুইট করেন, ‘আপনি দয়া করে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে সময় নষ্ট না-করে নিজের ব্যাটিংয়ে মন দিন।’
ভক্তের এই আবেগ একদমই খুশি করেনি মাহিকে। মাথা ঠান্ডা রেখে ভারতের অন্যতম সফল অধিনায়ক সেই ভক্তকে জবাব দেন। তিনি বলেন, ‘আজ্ঞে স্যার, আর কোনও পরামর্শ।’
বিডি-প্রতিদিন/ ২৬ মে, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৪