সম্প্রতি সময়ে ফুটবল বিশ্বে আর্জেন্টিনার কোচ নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। এদগার্দো বাউজাকে বহিস্কারের পর নতুন কোচ হিসেবে বারবারই সামনে এসেছে হোর্হে সাম্পাওলি নাম। আর এ জন্য স্প্যানিশ ক্লাব সেভিয়ার সঙ্গে মুখোমুখি অবস্থানে যায় আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। কারণ, সাম্পাওলিকে ছাড়তে মোটেও রাজী নয় সেভিয়া। এছাড়া চুক্তিও ১ বছর বাকী। তবে শেষ পর্যন্ত দেশের ডাকেই সাড়া দিলেন এই আর্জেন্টাইন। জাতীয় দলের কোচ হওয়ার স্বপ্নও পূরণ হলো তার।
জানা গেছে, সাম্পাওলিকে নিয়ে শুক্রবার আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে সমঝোতায় এসেছে সেভিয়া। আর এ থেকেই পরিস্কার হয়ে গেল যে, সাম্পাওলিই হতে যাচ্ছেন আর্জেন্টিনার নতুন কোচ। এদিকে, কোচ হিসেবে সাম্পাওলির রেকর্ড দুর্দান্ত। গত বিশ্বকাপ ও কোপা আমেরিকায় চিলির দায়িত্বে ছিলেন সাম্পাওলি। বিশ্বকাপে ফুটবল জগতকে তাক লাগানো পারফরমেন্সের পর ২০১৫ সালে আর্জেন্টিনাকে হারিয়েই কোপা আমেরিকার শিরোপা জয় করে চিলি। আর তখনই ফুটবল বিশ্বের নজর কেড়েছিলেন আর্জেন্টিনার ৫৭ বছর বয়সী এই কোচ।
অন্যদিকে, সেভিয়ার কোচের দায়িত্ব নিয়েও দারুণ সফল সাম্পাওলি। এবারের লা লিগায় রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও আতলাটিকো মাদ্রিদের পেছনে থেকে লিগে চতুর্থ হয়েছে তারা।
প্রসঙ্গত, আর্জেন্টিনার ঘোর দুঃসময়েই দায়িত্ব নিতে যাচ্ছেন সাম্পাওলি। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের মূল পর্বে আর্জেন্টিনা খেলতে পারবে কি না সেটা এখনও নিশ্চিত নয়। পরের ম্যাচগুলোর বলতে গেলে সবগুতেই জিততে হবে ২ বারের বিশ্বচ্যাম্পিয়নদের।
বিডি-প্রতিদিন/২৭ মে, ২০১৭/ওয়াসিফ