৪ জুন এজবাস্টনে ভারত-পাকিস্তান মহারণ। আর এই ম্যাচ দিয়েই চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু করবে। বলার অপেক্ষা রাখে না, ইতিমধ্যেই ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। আর এর মধ্যেই বিতর্কে জড়ালেন পাকিস্তানের শোয়েব মালিক। তাও আবার ভারতের ফাস্টবোলার মহম্মদ শামির প্রশংসা করে।
শনিবারই বাংলাদেশের বিরুদ্ধে ওয়ার্ম-আপ ম্যাচ খেলে পাকিস্তান। রুদ্ধশ্বাস সেই ম্যাচে পাকিস্তান জিতে যায়। ব্যাটিংয়ে অবদান রাখেন শোয়েব। ৭২ রান করেছেন তিনি। ম্যাচে নামার আগে টুইটারে প্রশ্নোত্তর পর্বে হাজির ছিলেন পাকিস্তানের জার্সিতে সর্বাধিক ছ’বার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা এই ক্রিকেটারটি।
এখানেই শোয়েবের থেকে জানতে চাওয়া হয়, তার চোখে ভারতের সেরা বোলার কে? শোয়েব জানান, ‘‘আমার চোখে ভারতের সেরা বোলার মহম্মদ শামি। ও শুধু একজন মুসলিম বলেই নয়, ওর বোলিং আমি দেখেছি। ওকে খেলতে আমার বেশ সমস্যা হয়েছে৷’’
সবটাই ঠিক ছিল। কিন্তু শোয়েব হঠাৎ করে কেন শামির ধর্ম টানতে গেলেন। এই প্রশ্নেই শোয়েবকে টুইটারে সমালোচনা করা হয়েছে। যার জন্য বিতর্কে জড়ালেন সানিয়া মির্জার স্বামী।
বিডি-প্রতিদিন/ ২৮ মে, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১