শেষ মুহূর্তের গোলে অঁজিকে হারিয়ে ফরাসি কাপ ঘরে তুলেছে পিএসজি। শনিবার প্যারিসে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে আত্মঘাতী গোল খায় অঁজি।
৯০ মিনিটের পর যখন মনে হচ্ছিল খেলা অতিরিক্ত সময়ে গড়াবে, তখনই কর্নার থেকে বল বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে পাঠিয়ে দেন ইসা সিসোকো।
রেকর্ড ১১ বার ফরাসি কাপ জিতল পিএসজি। আর কাপ ও লিগ কাপ মিলিয়ে টানা ৩২টি ম্যাচ জিতল দলটি।
বিডি প্রতিদিন/২৮ মে ২০১৭/এনায়েত করিম