নিজেদের মধ্যে টি-টোয়েন্টি ফ্রেন্ডলি ম্যাচ খেলতে সম্মত হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও আফগান ক্রিকেট বোর্ড (এসিবি)। চলতি বছরের জুলাই এবআগস্টের মাঝে পাকিস্তানের লাহোর এবং আফগানিস্তানের কাবুলে এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। আর সেটা হলে ২০০৯ সালে লঙ্কার ক্রিকেটারদের বাসে সন্ত্রাসী হামলার পর দ্বিতীয়বারের মতো পাকিস্তান সফর করবে আফগানরা। খবর ইএসপিএন ক্রিকইনফোর।
শনিবার লাহোরে পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খানের সঙ্গে দেখা করেছেন এসিবি চেয়ারম্যান আতিফ মশাল। দীর্ঘক্ষণের বৈঠকে তারা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে সম্মত হয়।
প্রসঙ্গত, ২০০৯ সালে শ্রীলঙ্কান ক্রিকেটারদের ওপর হামলার পর থেকে পাকিস্তানে যেতে আগ্রহ দেখায় না কোনো দেশ। এরই মধ্যে প্রথম দেশ হিসেব ২০১৩ সালে পাকিস্তানে খেলতে যায় আফগানরা। এরপর অবশ্য ২০১৫ সালে জিম্বাবুয়ে পাকিস্তান সফর করে। তবে এর বাইরে আর কোনো দলকে পাকিস্তানের নিয়ে যেতে পারেনি পিসিবি। তবে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে তাদের সেই চেষ্টা এখনও অব্যাহত রয়েছে।
বিডি-প্রতিদিন/২৮ মে, ২০১৭/মাহবুব