বার্সেলোনা কোচ হিসাবে শেষ ম্যাচ। কোপা দেল রে ফাইনাল। আলবেসের বিরুদ্ধে ফেভারিট হিসাবেই নেমেছিলেন মেসিরা। শেষ পর্যন্ত কোচ লুইস এনরিকে-কে ট্রফি দিয়েই বিদায় জানালেন তাঁরা। আলবেসকে ৩-১ গোলে হারিয়ে এনরিকে জমানার তিন বছরে নবম ট্রফি ঘরে তুলল বার্সেলোনা।
খেলার প্রথম গোল মেসির। ৩০ মিনিটের মাথায় নেইমারের সঙ্গে ওয়াল খেলে ১৮ গজ বক্সের সামনে বল নিয়ে টার্ন করে ডিফেন্ডারদের পেছনে ফেলে দেন মেসি। বাঁ পায়ের মাপা ক্রস জড়িয়ে যায় জালে। চলতি মৌসুমে তাঁর ৫৪তম গোলটি এলো এই ম্যাচে। তবে বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি বার্সা। ৩৩ মিনিটে ফ্রি কিক থেকে দুরন্ত গোল করে যান থিও এর্নান্দেজ। তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগে নেইমার ও পাকোর গোলে ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে লুইস এনরিকের শিষ্যরা।
বিডি-প্রতিদিন/২৮ মে, ২০১৭/মাহবুব