শিরোনাম
২৮ মে, ২০১৭ ১৮:৩৫

মাশরাফির সেরা অস্ত্র মুস্তাফিজ!

অনলাইন ডেস্ক

মাশরাফির সেরা অস্ত্র মুস্তাফিজ!

ফাইল ছবি

কাটার মাস্টার নামেই দেশের ক্রিকেট প্রেমীদের হৃদয়ে স্থান করে নিয়েছেন মুস্তাফিজুর রহমান। তার কার্টার, স্লোয়ার, ইয়র্কারে বিভ্রান্ত বাঘা বাঘা ব্যাটসম্যানরা। আর চ্যাম্পিয়নস ট্রফিতে সেই মুস্তাফিজকেই সেরা অস্ত্র হিসেবে কাজে লাগাতে উন্মুখ টাইগার স্কিপার মাশরাফি বিন মর্তুজা।

অধিনায়কের বিশ্বাস, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের জন্য অনেক বড় ভূমিকা থাকবে মুস্তাফিজের। বাঁহাতি এই পেসার ধীরে ধীরে ফিরে পাচ্ছেন নিজেকে। তাই তরুণ সতীর্থকে নিয়ে কোনো উদ্বেগ নেই মাশরাফির। 

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে চার ম্যাচের তিনটিতে বোলিংয়ের সুযোগ মিলেছে বাংলাদেশের। তাতে ৭ উইকেট নিয়ে দলের সেরা বোলার মুস্তাফিজ। ইংল্যান্ডেও যে তিনি সাফল্য পাবেন তা নিয়ে কোনো সংশয় নেই মাশরাফির।

মাশরাফি আরো বলেন, “মুস্তাফিজকে নিয়ে কোনো উদ্বেগ নেই। গত দুই বছর ধরে ও আমাদের জন্য ভালো করছে। ও চোটে পড়েছিল, অস্ত্রোপচার করাতে হয়েছে। সেখানে খুব ভালোভাবে ফিরেছে। আমি মনে করি, এই টুর্নামেন্টে আমাদের জন্য ওর অনেক বড় ভূমিকা থাকবে।”

এখন পর্যন্ত ১৮ ওয়ানডে খেলে ১৬ গড়ে ৪৩ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। ওভার প্রতি খরচ করেছেন ৪.৬২ করে। স্ট্রাইক রেট ঈর্ষণীয় ২০.৭। ছন্দে ফেরা এই তরুণই হতে যাচ্ছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাশরাফির সেরা অস্ত্র।

বিডি প্রতিদিন/ ২৮ মে, ২০১৭/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর