বিশ্ব টেনিসের অন্যতম সেরা টুর্নামেন্টের শুরুতেই অঘটনের শিকার হলেন শীর্ষ বাছাই আঞ্জেলিক কেরবার। আজ রবিবার প্রথম দিনেই পরাজয় নিয়ে আসর থেকে ছিটকে পড়েছেন এই জার্মান তারকা।
প্রতিযোগিতায় র্যাংকিংয়ে ৪০তম রাশিয়ার ইকাতেরিনা মাকারোভার কাছে ৬-২, ৬-২ গেমে হেরে গেছেন কেরবার। এই হারের মাধ্যমে ফরাসি ওপেনে একই ঘটনার পুনরাবৃত্তি করলেন এ শীর্ষ বাছাই। গত বছরও এই আসরের প্রথম রাউন্ডে হেরে গিয়েছিলেন তিনি।
সন্তানসম্ভবা সেরেনা উইলিয়ামস ফরাসি ওপেন থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন। তাই শীর্ষ বাছাই হয়ে এই আসরে অংশ নেন গত বছর অস্ট্রেলিয়ান ও ইউএস ওপেন জেতা কেরবার। কিন্তু শুরুতেই বিদায় নিয়ে হলো তাকে।
এই হারের ফলে র্যাংকিংয়ে শীর্ষ স্থান হারাতে পারেন কেরবার।
বিডি-প্রতিদিন/এস আহমেদ