লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। এই দুইয়ের তুলনা করে কখনোই ক্লান্ত হয় না ফুটবল বিশ্ব। সুযোগ পেলে আর না পেলেও তুলনা টেনে আনা হয় এদের। কিন্তু পর্তুগালের সাবেক তারকা ফুটবলার লুইস ফিগো এই দুই জনের মধ্যে কোনও তুলনা টানতে নারাজ।
তিনি সাফ জানিয়ে দিলেন, "মেসি আর রোনালদো দুজনেই বিশ্বের সেরা। কেউ কি তবে একচুলও এগিয়ে–পিছিয়ে নেই?"
ফিগোর কথায়, "বিশ্ব ফুটবলের যত ব্যক্তিগত পুরস্কার, সম্মান আছে মেসি আর রোনালদো সবই জিতেছে। এর থেকেই প্রমাণিত, ওদের দুজনের দক্ষতা ঠিক কতখানি। আমাকে যদি এর পরও জিজ্ঞেস করেন এই দুজনের মধ্যে কে সেরা? আমি একটাই কথা বলব, এদের মধ্যে কোনও তুলনা করতে পারব না। কোনও একজনকে বেছে নিতে পারব না। সত্যি বলতে কী, এই তুলনাটা হয়ই না।’
বিডি-প্রতিদিন/ ২৯ মে, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২০