ভারতের দেওয়া ৩২৫ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ২২ রানে নেই ৬ উইকেট হারিয়েছে বাংলাদেশ। সৌম্য ফিরেছেন ২ রানে। যদিও তার আউটের সিদ্ধান্ত দেখে নিজেই অবাক সৌম্য। বল সৌম্যের ব্যাটের কানা আদৌ ছুয়েছে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। তবে একটু পরেই ০ রানে সাজঘরে ফিরেছেন সাব্বির রহমান। একই পথে হাটলেন ইমরুল কায়েসও।
ইমরুল কায়েস মিড অনে যাদবের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন সাজঘরে। কিন্তু সাকিব এসে কোথায় একটু দলের বিপদের মুহূর্তে হাল ধরবেন; তা না তিনিও মারকুটে হতে গিয়ে দায়িত্বহীনভাবে উইকেট বিলিয়ে দিয়ে একই পথে হাঁটলেন। মাহমুদ উল্লাহ রিয়াদও বাকি থাকবেন কেন তিনিও ডাক মারলেন। আউট সাইট এজে কার্তিকে গ্লাভসবন্দি।
দলের প্রয়োজনের মুহূর্তে নিজেকে মেলে ধরতে পারলেন না মোসাদ্দেকও। তিনিও ডাক মেরেছেন। বাংলাদেশে তিন নির্ভরযোগ্য ব্যাটসম্যান সাব্বির, রিয়াদ ও মোসাদ্দেক এদিন ডাক মেরেছেন। সাকিব ও ইমরুল ৭ রান করে সৌম্য ২ রান। প্রথম ৬ জনের একজনও দুই অঙ্কের ঘর পেরোতে পারেন নি।
আর এমন ব্যাটিং বিপর্যয়ে ঘূর্ণিঝড় 'মোরা'র আঘাতের মতই বাংলাদেশের ব্যাটিং স্তম্ভও লণ্ডভণ্ড হয়ে গেল। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৭.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
এর আগে দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, শিখর ধাওয়ান ও কেদার যাদবের ব্যাটিংয়ের ওপর ভর করে টাইগারদের সামনে ৩২৫ রানে বড় স্কোর দাঁড় করায় ভারত।
বিডি প্রতিদিন/ ৩০ মে, ২০১৭/ ই জাহান