একই পথে হাঁটলেন সাকিব-মাহমুদউল্লাহও
সৌম্য উইকেট কিপারে গ্লাভসে বন্দি, সাব্বির বোল্ড, ইমরুল কায়েস মিড অনে যাদবের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন সাজঘরে। কিন্তু সাকিব এসে কোথায় একটু দলের বিপদের মুহূর্তে হাল ধরবেন; তা না তিনিও মারকুটে হতে গিয়ে দায়িত্বহীনভাবে উইকেট বিলিয়ে দিয়ে একই পথে হাঁটলেন। মাহমুদ উল্লাহ রিয়াদও বাকি থাকবেন কেন তিনিও ডাক মারলেন। আউট সাইট এজে কার্তিকে গ্লাভসবন্দি।
আর এমন ব্যাটিং বিপর্যয়ে ঘূর্ণিঝড় 'মোরা'র আঘাতের মতই বাংলাদেশের ব্যাটিং স্তম্ভও লণ্ডভণ্ড হয়ে গেল। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৭.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
এর আগে দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, শিখর ধাওয়ান ও কেদার যাদবের ব্যাটিংয়ের ওপর ভর করে টাইগারদের সামনে ৩২৫ রানে বড় স্কোর দাঁড় করায় ভারত।
বিডি প্রতিদিন/ ৩০ মে, ২০১৭/ ই জাহান