শচীন টেন্ডুলকরের বায়োপিক ‘শচীন : এ বিলিয়ন ড্রিমস’ সিলভার স্ক্রিনে ঝড় তুলেছে। মাস্টার ব্লাস্টারের দীর্ঘ ২৪ বছরের ক্রিকেট জীবন নতুন করে হাজার হাজার মানুষকে অনুপ্রেরণা জোগাচ্ছে। ক্রিকেট ঈশ্বরের বায়োপিক দেখেই চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযানের জন্য ইংল্যান্ডের উদ্দেশে রওনা দিয়েছিল ভারতীয় ক্রিকেটাররা।
‘শচীন : এ বিলিয়ন ড্রিমস’ ছবির প্রিমিয়রের পরই ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলির দিকে প্রশ্নটা উড়ে এসেছিল। মহেন্দ্র সিং ধোনি, শচীন টেন্ডুলকরের বায়োপিকের পর এবার তার ক্রিকেট উত্থান নিয়েও সিনেমা আসার সম্ভাবনা কতটুকু। এমন প্রশ্নের উত্তর মজার ছলেই দিলেন ভারতীয় ক্রিকেটের এই পোস্টার বয়। ভক্তদের নিরাশ করেই বিরাট জানালেন, ‘বয়স সবে তো ২৮, এখনও অনেক ক্রিকেট খেলা বাকি আছে৷’
সোমবার পর্যন্তও ওয়ান ডে ক্রিকটে দ্রুততম সাত হাজার রানের মালিক ছিলেন বিরাট। টেস্ট ক্রিকেটেও রেকর্ড তার হয়ে কথা বলে। ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটে ৪৩টি শতরান হাঁকিয়েছেন। অধিনায়ক হিসেবেও কোহলি সমান সফল৷ তার নেতৃত্বেই টানা ১৯টি টেস্ট জয়ের নজির গড়েছে ভারত। একই সঙ্গে টানা ছ’টি সিরিজ জয়ের রেকর্ডও বিরাটের অধীনে।
শচীনের যোগ্য উত্তরসূরি হিসেবে কোহলিকে দেখছেন বিশেষজ্ঞরা। দিল্লির ক্রিকেট অ্যাকাডেমি থেকে ভারতীয় ক্রিকেটের সব ফর্ম্যাটের অধিনায়ক এখন তিনি। ক্রিকেট ভক্তরা এই উত্থানকে সিভারস্কিনে দেখতে আগ্রহী।
বিরাট অবশ্য জানিয়ে দিয়েছেন, ‘বায়োপিকে মন দেওয়ার মতো সময় এখনও আসেনি৷’ ভারতের জার্সি গায়ে এখনও যে অনেকটা পথ চলা বাকি আছে, এখনও যে স্ক্রিপ্টের অনেক অধ্যায়ই লেখা বাকি। সেটি ভালভাবেই বুঝিয়ে দিলেন ক্যাপ্টেন কোহলি৷
বিডি-প্রতিদিন/ ৩১ মে, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৭