শ্রীলঙ্কার সাবেক ক্রিকেট অধিনায়ক সনাৎ জয়াসুরিয়া ২২ গজে ব্যাটিং-বোলিংয়ে দীর্ঘসময় মুগ্ধতা ছড়িয়েছেন। এবার সোশ্যাল মিডিয়ার ঝড় তুলেছে তার একটি সেক্স টেপ। সেখানে সাবেক প্রেমিকা মালীকা সিরিসেনার সঙ্গে তাকে অন্তরঙ্গ দৃশ্যে দেখা গেছে।
জয়াসুরিয়ার দাবি, 'ভিডিওতে তার মতো দেখতে কাউকে ডামি হিসেবে ব্যবহার করা হয়েছে।' জয়াসুরিয়ার ঘনিষ্ঠরাও দাবি করেছেন, সম্মানহানি করতেই ওই ধরনের সেক্স টেপ হোয়াটসঅ্যাপ মারফত ছড়িয়েছে শত্রু ও সমালোচকরা।
ভিডিও ফাঁসের বিষয়ে জয়াসুরিয়ার সাবেক প্রেমিকা মালীকা সিরিসেনাকেই দায়ী করা হচ্ছে। তবে তিনি বলেছেন, ভিডিওটি জয়াসুরিয়া নিজেই ছড়িয়ে দিয়েছেন।
মালীকা সিরিসেনা আরও বলেছেন, মন্দিরে জয়াসুরিয়ার সঙ্গে তার বিয়েও হয়েছিল।
শ্রীলঙ্কার ন্যাশনাল সেন্টার ফর সাইবার সিকিউরিটি ওই ভিডিওটি কোথা থেকে ছড়িয়েছে তার তদন্তে নেমেছে।
বিডি প্রতিদিন/৩০ মে, ২০১৭/ফারজানা