লন্ডনের কেনিংটন ওভালে আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হওয়া চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। আর এ ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন ভারতের সুন্দরাম রবি ও অস্ট্রেলিয়ার রড টাকার। পাশাপাশি, থার্ড আম্পায়ার হিসেবে থাকবেন অস্ট্রেলিয়ার ব্রুস অক্সেনফোর্ড।
৫১ বছর বয়সী সুন্দরাম রবি এখন পর্যন্ত ২৮টি ওয়ানডে ম্যাচে দায়িত্ব পালন করেছেন। ৫২ বছর বয়সী রড টাকারের ওয়ানডে পরিচালনা করার অভিজ্ঞতা ৬৬টি ম্যাচে। অনফিল্ড ও তৃতীয় আম্পায়ার হিসেবে ম্যাচ পরিচালনা করার অভিজ্ঞতা রয়েছে অক্সেনফোর্ডের। অন্যদিকে, ৫০ ওভারের ম্যাচে ৮০টি ওয়ানডে পরিচালনা করার অভিজ্ঞতা রয়েছে ৫৭ বছর বয়সী অক্সেনফোর্ডের।
টুর্নামেন্টে আম্পয়ারের দায়িত্ব পালন করবেন এমন ১২ জন হলেন- পাকিস্তানের আলিম দার, শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা, দক্ষিণ আফ্রিকার মারাইস এরাসমাস, নিউজিল্যান্ডের ক্রিস গাফানি, ইংল্যান্ডের ইয়ান গুল্ড-রিচার্ড ইলিংওর্থ-রিচার্ড কেটেলব্র, নাইজেল লং, অস্ট্রেলিয়ার ব্রুস অক্সেনফোর্ড-পল রাইফেল-রড টাকার ও ভারতের সুন্দরাম রবি।
বিডি-প্রতিদিন/৩১ মে, ২০১৭/ওয়াসিফ