বৃহস্পতিবার বিকেলে ওভালে মর্গানদের বিপক্ষে মাঠে নামছেন মাশরাফিরা। চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে জিততে মরিয়া দু'দলই। আর এ ক্ষেত্রে ব্যবধান গড়ে দিতে পারে পেস বোলিং। ইংল্যান্ডের সিমিং কন্ডিশনই বলছে সেখানে সাফল্য পেতে ভালো করতে হবে পেস বোলারদের।
তবে বিষয়টি মাথায় রেখেই ১৫ সদস্যের দলে পাঁচজন পেসার নিয়েছে বাংলাদেশ। অধিনায়ক মাশরাফির সাথে মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও শফিউল ইসলাম। ভারতের বিপক্ষে উইকেট উৎসবের শুরুটাও হয়েছিল চমৎকার। কিন্তু শেষ পর্যন্ত ধরে রাখতে ব্যর্থ হয়েছেন পেসাররা।
প্রস্তুতি ম্যাচ ও মূল ম্যাচের পার্থক্য অবশ্যই সৃষ্টি করতে সক্ষম হবেন পেসাররা। মাশরাফি, মুস্তাফিজ, তাসকিনদের বলে আছে বাড়তি পেস-ফ্লাইট। রুবেল ও শফিউলের বোলিংয়ে আছে বৈচিত্র্য। সব মিলে এ আসরে পেসাররাই হয়ে উঠতে পারেন বাংলাদেশের জন্য তুরুপের তাস।
বিডি প্রতিদিন/ ১ জুন, ২০১৭/ ই জাহান