বেন স্টোকসের ইনজুরি নিয়ে মুখ খুললেন ইংল্যান্ড পেস বোলার জেমস অ্যান্ডারসন। বললেন, দলের উচিত এই তারকা অলরাউন্ডারের ইনজুরি সমস্যাকে খুবই সতর্কতার সঙ্গে মোকাবেলা করা।
ইংলিশদের অন্যতম ভরসা ২৫ বছর বয়সী ক্রিকেটার বর্তমানে হাঁটুর ইনজুরিতে ভুগছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকেই ছিটকে পড়েন এই ইনজুরির কারণে। খেলা হয়নি আইপিএলের ফাইনালও।
এর আগে গত বছর হাঁটুর সার্জারির কারণে শ্রীলঙ্কার সঙ্গে টেস্ট সিরিজ ও কাফ ইনজুরির কারণে পাকিস্তানের সঙ্গে টেস্ট সিরিজও মিস করেন।
সব মিলিয়ে তাকে নিয়ে উদ্বিগ্নতার কথা বিবিসিতে এক সাক্ষাৎকারে প্রকাশ করেন অ্যান্ডারসন।
এর আগে ইংলিশ তারকা অলরাউন্ডার ক্রিকেটার অ্যান্ড্রু ফ্লিনটফও ইনজুরির কবলে পড়ে ক্রিকেটই ছেড়ে দিয়েছিলেন।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/ ১ জুন, ২০১৭/ ই জাহান