চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের আগে প্রতিপক্ষ জুভেন্টাসের গোলরক্ষক জানলুইজি বুফনকে ভূয়সী প্রশংসা করেছেন সার্জিও রামোস। রিয়াল মাদ্রিদ অধিনায়কের মতে, বুফন একজন 'কিংবদন্তি' ফুটবলার, সর্বকালের সেরাদের একজন।
কার্ডিফের প্রিন্সিপালিটি স্টেডিয়ামে আগামী শনিবার ইউরোপ সেরা প্রতিযোগিতাটির চূড়ান্ত লড়াইয়ে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাস।
দীর্ঘ ক্যারিয়ারে আটটি সেরি আ সহ অনেক শিরোপা জিতলেও কখনও চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেননি বুফ্ন। কার্ডিফে রিয়ালকে হারাতে পারলে সেই স্বপ্ন পূরণ হবে ৩৯ বছর বয়সী এই খেলোয়াড়ের।
বুফ্ফনের প্রশংসায় রামোস বলেন, "বুফ্ফন একজন কিংবদন্তি। ফুটবল ইতিহাসের সেরা গোলরক্ষকদের একজন হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন তিনি।...তিনি দেখিয়েছেন বয়স কোনো বাধা নয়।"
অন্যদিকে ফাইনালে জুভেন্টাসকে হারাতে পারলেই পর পর দুই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের কীর্তি গড়বে রিয়াল। দলটির তারকা ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদোর দৃঢ় বিশ্বাস, তারাই এই লড়াইয়ে জয়ী হবে। স্বপ্ন পূরণে আত্মবিশ্বাসী রামোসও।
সূত্র: গোল ডটকম
বিডি প্রতিদিন/ ১ জুন, ২০১৭/ ই জাহান